মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

আর্মি গলফ ক্লাবের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘চতুর্থ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯’। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১৩ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। টুর্নামেন্টটি আগামীকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে।


মঙ্গলবার আর্মি গলফ ক্লাবের ক্লাব হাউজে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা লেঃ কর্নেল মো. তাজাম্মেল হক, জেনারেল ম্যানেজার (ক্লাব) মেজর আওলাদ হোসেন ও জেনারেল ম্যানেজার (অপ্স এন্ড স্পোর্টস) মেজর মো. শাহ্জাহান হোসেন (অবঃ)।

 


সংবাদ সম্মেলনে জানানো হয় অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট পাঁচটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগোরিগুলো হল- লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার ও সিনিয়র। টুর্নামেন্টে সাত শতাধিক খেলোয়াড় অংশ নিতে যাচ্ছে। যার মধ্যে বিদেশিরাও রয়েছেন।

সংবাদ সম্মেলনে লেঃ কর্নেল মো. তোজাম্মেল হক বলেন, টুর্নামেন্টটি আগামীকাল বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে সেটা আমরা একদিন পিছিয়ে শুরু করছি। এবারের এই ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টে সাত শতাধিক গলফার অংশ নিবেন। দেশি গলফারদের পাশাপাশি বিদেশিরাও খেলবেন। ১৩ তারিখ আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।’

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা। তারা ১৩ তারিখ প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করবে। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।