মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

অবশেষে মাঠে নামছেন তাসকিন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

চোট কাটিয়ে সম্প্রতি আবারো মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। টুকটাক বোলিং প্রাকটিস ও করছেন। শুরুতে হালকা হলেও এখন লম্বা রানআপে বোলিং করতে সমস্যা হচ্ছেনা তার। আর তাই তাসকিন নিজেও চাইছেন, যত দ্রুত সম্ভব ফিট হয়ে উঠতে।

তবে ডানহাতি এই পেসারের ফিটনেস লেভেল ঠিক ছিল না বলেই এবার প্রিমিয়ার লিগে কোনো দল তাকে নেয়নি। তবে প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল। নিয়ম অনুযায়ী প্লেয়ার্স ড্রাফটে নাম থাকলে পরে যে কোনো সময় দলে নেয়া যায়।

 

তাসকিন মোটামুটি ফিট হয়ে উঠায়  খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জ এ। দলটির একজন উর্ধ্বতন কর্মকর্তা ব্যাপারটি নিশ্চিত করেছেন। চলতি প্রিমিয়ার লিগেই এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন তাসকিন।

কালকেই ম্যাচে দেখা যেতে পারে দীর্ঘদেহী এই পেসারকে। বিশ্বকাপের আগে পুরো ফিটনেস ফিরে পেতে ম্যাচ খেলার কোনো বিকল্প নেই, তাসকিন সেই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে রয়েছেন।