বুধবার থেকে প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি শুরু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

বিশ্বকাপের আগে দলগুলো নিজেদের ঝালাই করে নিতে খেলবে প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দশটি দলের প্রত্যেকটি সুযোগ পাচ্ছে দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলার।
২৪ মে থেকে শুরু হবে প্রতিটি দলের প্রস্তুতি ম্যাচ। আর এ প্রস্তুতি ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে ১০ এপ্রিল থেকে।
২৪ মে থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে দশটি প্রস্তুতি ম্যাচ। ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড, কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম, হ্যাম্পশায়ার বল, দি ওভাল- এই চারটি স্টেদিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
অনূর্ধ্ব-১৬ দের জন্য টিকিটের দাম এক পাউন্ড। প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে গোল্ড ক্যাটাগরির ১৫ ।
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ভারত বনাম নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচে রয়েছে ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড ক্যাটাগরির টিকিট যার মূল্য যথাক্রমে ১৫, ২০ ও ২৫ পাউন্ড। ৎ
ক্রিকেট বিশ্বকাপের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কিনতে পারবে দর্শকরা। ম্যাচের দিনও স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। তবে সেক্ষেত্রে টিকিটের দাম পাঁচ পাউন্ড বেশি দিতে হবে।
প্রস্তুতি ম্যাচের সূচি
২৪ মে- পাকিস্তান বনাম আফগানিস্তান (ব্রিস্টল) এবং শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা (কার্ডিফ)
২৫ মে- ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (হ্যাম্পশায়ার) এবং ভারত বনাম নিউজিল্যান্ড (ওভাল)
২৬ মে- দক্ষিণ আফ্রিকা বনাম উইন্ডিজ (ব্রিস্টল) এবং পাকিস্তান বনাম বাংলাদেশ (কার্ডিফ)
২৭ মে- অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা (হ্যাম্পশায়ার) এবং ইংল্যান্ড বনাম আফগানিস্তান (ওভাল)
২৮ মে- উইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (ব্রিস্টল) এবং বাংলাদেশ বনাম ভারত (কার্ডিফ)
প্রস্তুতি ম্যাচগুলো হবে ৫০ ওভারের। তবে আন্তর্জাতিক ওয়ানডের মর্যাদা পাবে না খেলাগুলো।
খেলায় ১৫ সদস্যের দলের যেকোনো ১১ জন মাঠে ব্যাটিং বা ফিল্ডিংয়ের ক্ষেত্রে নামতে পারবেন।