মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ওয়ার্নের বিশ্বকাপ স্কোয়াড, নেই খাজা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া। এখন দলটি পড়েছে মধুর সমস্যায়। ভালো করছে বর্তমান টিম কম্বিনেশন। এর মধ্যে নিষেধাজ্ঞা শেষ স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। ফলে দলের বিশ্বকাপ ভাবনায় আছেন তারাও।

এমন পরিস্থিতিতে কাকে বাদ দিয়ে কাকে নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই বিশ্বকাপের জন্য নিজের পছন্দের স্কোয়াডের নাম ঘোষণা করেছেন শেন ওয়ার্ন। তবে বিস্ময়কর ভাবে কিংবদন্তি এই লেগ স্পিনারের দলে নেই উসমান খাজা।

 

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সাফল্যের পেছনে খাজার রয়েছে বড় অবদান। চলতি বছর তার ফর্মের ধারে কাছে নেই আর কেউ। ভারত ও পাকিস্তানে বিপক্ষে খেলা ১০ ওয়ানডেতে দুইটি সেঞ্চুরিসহ ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এ বছর ১৩ ম্যাচে ৫৯.১৫ গড়ে ৭৬৯ রান করেছেন খাজা।

 

 

অথচ সেই খাজাকেই বিশ্বকাপ স্কোয়াডে রাখেননি ওয়ার্ন। নিজের পছন্দের স্কোয়াড গঠনের বিষয়ে অবশ্য ব্যাখ্যা দিয়েছেন তিনি। সেখানে কন্ডিশনের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন সাবেক এই লেগস্পিনার। 

ভারত ও আমিরাতে কন্ডিশনের সাথে পার্থক্য রয়েছে ইংলিশ কন্ডিশনের। তাই এই দুই সিরিজে ফর্মে থাকলেও ইংল্যান্ডের কন্ডিশনে তারা বিবেচিত নাও হতে পারেন।

 

ওয়ার্নের কথায়, ‘বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার আর কোনো ওয়ানডে নেই। সবার মনে রাখতে হবে, ভারত সফর বা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইংল্যান্ডের কন্ডিশনের মধ্যে অনেক পার্থক্য। নির্বাচকদের তাই কঠিন কাজ করতে হবে। কারণ, অনেক খেলোয়াড়ই ফর্মে থাকার পরও বাদ যাবে।’

ওয়ার্নের বিশ্বকাপ স্কোয়াড :

ডেভিড ওয়ার্নার, ডি’আর্কি শর্ট, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন (যদি ফিট থাকেন), অ্যাডাম জাম্পা, শন মার্শ, নাথান লায়ন। অ্যাশটন টার্নার, নাথান কোল্টার-নাইল।