ম্যারাডোনাকে জরিমানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০১ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

মেক্সিকোর দ্বিতীয় বিভাগের লিগে তাম্পিকোর বিপক্ষে ম্যারাডোনার ক্লাব দোরাদোস দে সিনেলোয়ার ৩-২ গোলের ব্যবধানে জেতে। এই জয়ে মেক্সিকোর দ্বিতীয় বিভাগীয় লিগের চতুর্থ স্থানে চলে এসেছে ম্যারাডোনার দল।
খুশিতে ম্যারাডোনা দলের জয় উৎসর্গ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও দেশটির জনগণকে।
তবে শুধু এই উৎসর্গেই থেমে থাকেননি আর্জেন্টিনার ছিয়াশির বিশ্বকাপের নায়ক। ধুয়ে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা নীতিরও কঠোর সমালোচনা করেন ম্যারাডোনা।
সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’বলেছিলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের দুনিয়ার শেরিফ (প্রধান) মনে করে। সবাইকে বলে বেড়ায়, বিশ্বের সব চেয়ে শক্তিশালী বোমা তাদের কাছে আছে। যে কোনো সময় সেই বোমা কোনো জায়গায় ফেলে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, আমাদের সঙ্গে সেটা কিছুতেই হতে দেব না।’
বিষয়টিকে খুব একটা ভালোভাবে নেয়নি মেক্সিকান ফুটবল ফেডারেশন। দেশটির আইন অনুযায়ী ফুটবলের সঙ্গে জড়িত সবাইকে ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ থাকতে হবে। ম্যারাডোনার এমন বক্তব্য নিয়ে তাই তদন্তে নামে মেক্সিকান ফুটবল।
পরে তাকে শাস্তিস্বরূপ জরিমানা করা হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যারাডোনাকে জরিমানার বিষয়টি জানায় মেক্সিকান ফেডারেশন। তবে ঠিক কত টাকা জরিমানা করা হয়েছে তা তারা জানায়নি।