পাকিস্তানী মেয়েদের নতুন ব্যাটিং কোচ ইমাম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০১ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

কোচিং ক্যারিয়ার অবশ্য বেশ সমৃদ্ধ ইকবাল ইমামের। বর্তমানে করাচি রিজিওনের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সু-খবর হচ্ছে পাকিস্তান নারী দলের ব্যাটিং কোচ হচ্ছেন ইকবাল ইমাম।
তিনি বর্তমান ব্যাটিং কোচ অ্যান্ডি রিচার্ডসের স্থলাভিষিক্ত হবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে পাকিস্তান নারী দলের দায়িত্ব নেবেন তিনি।
৪৯ বছর বয়সী ইকবাল ইমাম পাকিস্তানের হয়ে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি । তবে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৮,৪৩৯ রান ও ২১৯ উইকেট রয়েছে তার ঝুলিতে। ম্যাচ খেলেছেন ১৪৭টি।
ইতিপুর্বে তিনি পাকিস্তান এ দল, অনূর্ধ্ব-১৯, নারী অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন।
মঙ্গলবার থেকেই ইকবাল দলের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হবেন। আগামী মে মাসে দক্ষিণ আফ্রিকায় ৩টি ওয়ানডে ও ৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তানের মেয়েরা।