মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আলুতেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

আলু অনেকেরই প্রিয় খাবার। তবে জানেন কি? ত্বকের জেল্লা বাড়াতে আলুর বিকল্প হয় না। ত্বকের যাবতীয় সমস্যার সমাধানে আলুর ভূমিকা অতুলনীয়। আলুতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে। জেনে নিন কীভাবে আলুর ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন-

* ৩ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

* সমপরিমাণ আলুর রস ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

* ১ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ১ টেবিল চামচ টমেটোর রস মেশান। ১ টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

* পরিমাণমতো চালের আটার সঙ্গে আলুর রস ও লেবুর রস মেশান। পেস্টটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।