মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিকিনিতে ট্রান্সপারেন্ট পোশাক, উষ্ণতায় কৌশানী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

পরিচালক রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়চে তোকে’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন টলিউডের হার্টথ্রব অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ৷ প্রথম ছবিতেই তার প্রথম সহশিল্পী ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত ৷  

 

 

টলিউডে আসার আগে ‘মিস বিউটি অফ কলকাতা’র শিরোপা জিতেছিলেন। টলিউডে আসার পর একটার পর একটি ছবিতে কাজ করে যাচ্ছেন কৌশানী।

 

‘পারব না আমি ছাড়তে তোকে’র পর ‘কেলোর কীর্তি’,‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘হইচই আনলিমিটেড’,‘গার্লফ্রেন্ড’,‘জামই বদল’-এ অভিনয় করেছেন কৌশানী।

 

 

সামনে আসছে আরো বেশ কিছু ছবি। এরমধ্যেই বেশ কিছু বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কৌশানী। যেখানে এক্কেবারে অন্যভাবে দেখা গেছে কৌশানীকে। যে ছবিগুলো এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।