মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বরুণের প্রেমে পড়েছিলেন আলিয়া?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

একটা সময় বলিউডে খবর উঠে প্রেম করছেন বরুন ধাওয়ান আর আলিয়া ভাট। শুধু তাই নয় এ জুটিকে সেসময় বলি পাড়ায় নাম দেন 'ভারিয়া'। ভক্তমহলেও তাদের কেমেষ্ট্রি ছিল বেশ পছন্দ। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবি থেকে তাদের একসঙ্গে কাজ করা শুরু। এরপর বেশ কয়েকটি ছবিতেই দেখা মিলেছে দুজনের। 

সম্প্রতি 'কলঙ্ক' নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। স্বাভাবিকভাবেই স্মৃতিও অনেক। এমনকি সেরা 'অনস্ক্রিন ডুও' তকমাও মিলেছে বরুণ আলিয়ার। তবে ভক্ত মহলের ইচ্ছে থাকলেও বাস্তব জীবনে জুটি বাঁধেনি তারা।বর্তমানে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আলিয়া ভাট। অন্যদিকে বহুদিন ধরেই নাতাশা দালালের সঙ্গে  প্রেম করছেন বরুণ ধাওয়ান। 

 

সম্প্রতি 'কলঙ্ক' ছবির প্রমোশনে একটি রেডিও চ্যানেলে এসেছিলেন বরুন এবং আলিয়া। সেখানেই তাদের প্রশ্ন করা হয়, কখনো একে অন্যের প্রেমে পড়েছেন কিনা। সেই উত্তরেই আলিয়া জানান, তার 'ক্রাশ'-এর তালিকা অনেক বড় কাজেই এই নিয়ে কথা না বলাই নাকি ভাল। এভাবেই এড়িয়ে যান প্রশ্নের উত্তর।  

অন্যদিকে সোজাসাপটা উত্তর বরুণেরও। তিনি জানান, ওদের সম্পর্ক কেবল বন্ধুত্বেরই ছিল। এমনকী রোমান্টিক প্রেমের থেকেও এটা অনেক বেশি ভাল একটা সম্পর্ক। এই নিয়ে বেশ মজার আলোচনাও চলে বেশ কিছুক্ষণ।