শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করে আইন লঙ্ঘন করলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিলসহ আর্থিক জরিমানা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকোর নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী একথা জানান।

 

তথ্যমন্ত্রী বলেন, আবেদন করায় জাদু ভিশন ও ন্যাশন ওয়াইড লিমিটেডকে আমরা ১৫ দিন সময় দিয়েছি। প্রতিষ্ঠান দুটি ডাউনলিঙ্ক করে বিদেশি চ্যানেল দেখায়। তারাই নিয়ম লঙ্ঘন করে দেশি বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচার করছে।

এর পরেও নিয়ম না মানলে প্রতিষ্ঠান দুটির লাইসেন্স বাতিল করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তথ্যমন্ত্রী। 

তথ্যমন্ত্রী আরো বলেন, বিদেশি মডেল দিয়ে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রেও বিধি নিষেধ আনা হবে।