মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

অশ্বিনের থেকে বাঁচতে কী করলেন ওয়ার্নার?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

এবারের আইপিএলে 'মানকাডিং' নিয়ে পানিঘোলা কম হয়নি। বাটলারকে করা অশ্বিনের মানকাডিং এখনও আইপিএলের চর্চার বিষয়। যা ফের একবার মনে করিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। 

মোহালিতে গত সোমবার দু’‌দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটি জিতে নেয় পাঞ্জাব। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। ওপেন করতে নেমেছিলেন বেয়ারস্টো-ওয়ার্নার। তবে বেয়ারস্টো ১ রান করেই ফিরে যান। ওয়ার্নার অপরাজিত ছিলেন ৭০ রানে। আসল বিষয় হল, অশ্বিন যখনই বল করতে এসেছেন। 

ওয়ার্নার নন স্ট্রাইকিং এন্ডে সতর্ক থেকেছেন। নিজে স্টাম্পের বাইরে থাকলেও ব্যাট ভিতরে রাখছিলেন। যাতে পাঞ্জাব অধিনায়ক কোনোভাবেই মানকাডিংয়ের সুযোগ না পান। এই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে গেছে। আইপিএলের সরকারি ওয়েবসাইটে তা আপলোডও হয়েছে। অনেকেই দৃশ্যটা দেখেছেন। রীতিমতো ভাইরাল হয়েছে দৃশ্যটি।