মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আর্জেন্টিনা কোচ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

স্পেনে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্প্যানিশ দ্বীপ মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন স্কালোনি। সেখানে মোটর সাইকেল চালানোর সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে কিছুক্ষণ পরই হাসপাতাল থেকে ছাড়া পান স্কালোনি।

কলভিয়া সিটি করপোরেশনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, পুয়ের্তো পোর্টালসে একটি স্কুলের কাছে একটি গাড়ি ধাক্কা দিলে ৪০ বছর বয়সী এ কোচ মাটিতে পড়ে যান। পরবর্তীতে গাড়িটির চালক জরুরি সেবায় ফোন দিলে স্কালোনিকে তাৎক্ষণিকভাবে পালমা ডি মায়োর্কা হাসপাতালে নেয়া হয়। তিনি মুখে আঘাত পেয়েছেন এবং শরীরের কিছু অংশ ছিলে গেছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি এখন দেশে ফেরার পথে রয়েছেন।’