শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

পাবনায় ৫৯৫ চরমপন্থীর অস্ত্রসহ আত্মসমর্পণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

স্বাভাবিক জীবনে ফিরতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার ৫৯৫ চরমপন্থী আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার বিকেল ৩টায় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে তারা।

সন্ত্রাসী জীবনে জড়িয়ে পরিবার, স্ত্রী-সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে তারা পালিয়ে বেড়িয়েছে। দিনরাত মিলিয়ে খুব একটা ঘুমাতেও পারেনি। পুলিশ আর প্রতিপক্ষের সন্ত্রাসী সব সময় তাড়া করে ফিরত তাদের। অনিশ্চিত জীবনে ছিল না এতটুকু শান্তি। তাই এবার স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেয় চরমপন্থীরা।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফেরে চরমপন্থী দলের সদস্যরা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সন্ত্রাসের পথ থেকে আলোর পথে এসে চরমপন্থীরা যেন ভাল কিছু করে স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এইরমধ্যে জলদস্যু, বনদস্যু এবং মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পন করে আলোর পথে ফিরে এসেছেন। যারা আত্মসমর্পন করলো তাদের যোগ্যতা অনুযায়ী স্বাভাবিক জীবন যাপনের জন্য পুনর্বাসন করা হবে।

আসাদুজ্জামান খান বলেন, ১৯৯৯ সালেও দুই হাজার চরমপন্থী এ ধরনের সুযোগ গ্রহন করে আলোর পথে ফিরে আসেন। এখনো যারা এখনো আত্মসমর্পনের এই সুযোগ নিলেন না, তাদেরকে আহবান জানাচ্ছি অবিলম্বে ফিরে আসতে। না হলে আইন শৃংখলা বাহিনী এখন খুবই তৎপর। সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আইন শৃংখলা বাহিনী চুপ করে বসে থাকবে না।  

 

জেলা পুলিশ জানায়, পাবনা, ঈশ্বরদী, নাটোর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, নড়াইল, রাজবাড়ী, যশোর, খুলনা, সাতক্ষীরা, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় সক্রিয় বিভিন্ন চরমপন্থী দলের সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করে।

এসব দলের মধ্যে রয়েছে পূর্ববাংলার সর্বহারা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ও কাদামাটি।

আত্মসমর্পণকারীদের অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আত্মসমর্পণ করলেও তাদের নিয়মিত মামলা চলবে বলে সূত্রটি জানিয়েছে।