শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

তিন সুন্দরীর এক মিশন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

তিন জনের নামের শুরুটাই ‘ম’ অক্ষর দিয়ে। তারা হচ্ছেন মম, মিম ও মানতাসা। তিন সুন্দরীর উঠে আসাও এক প্লাটফর্ম থেকে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬,২০০৭ এবং ২০১৮ সালের যথাক্রমে চ্যাম্পিয়ন হন তারা। এবার এই তিন সুন্দরীই নামছেন এক মিশন নিয়ে। 

‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের একটি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন তারা। সাত পর্বের ওয়েব ধারাবাহিক নির্মাণ করছেন অনিমেষ আইচ। লাক্স অরিজিনাল সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে গুড কোম্পানি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির হেড অব কনটেন্ট মারুফ রেহমান। তিনি জানান, গতকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন তাহসান খান ও শহীদুজ্জামান সেলিম। সোমবার থেকে মম, মিম ও মানতাসা শুটিং শুরু করবেন। 

ধারাবাহিকটিতে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও তারিক আনাম খান, মুমতাহিনা টয়া, সামিয়া অথই প্রমুখ। মারুফ রেহমানের মূল ভাবনায় এর চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ।

ধারাবাহিকটি নিয়ে অনিমেষ আইচ জানান, থ্রিলার ও অপরাধজগতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিকটি ।প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের।