মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

১০০ টাকা ভিজিটে বিশেষজ্ঞ চিকিৎসক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ডাক্তারদের পেশাই হলো মানুষের সেবা করা। যদিও বর্তমানে ডাক্তারদের নিয়ে রয়েছে নানা বিতর্ক। কিন্তু এখনো এমন ডাক্তার রয়েছে যারা সেবা করে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। প্রতিষ্ঠা করেছেন অলাভজনক প্রতিষ্ঠান সুলভ চিকিৎসা ফাউন্ডেশন। যেখানে একশ' টাকা ভিজিটে রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
 

মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকরা। নানা সংকটেও মানুষের পাশে থেকে সেবা দিতে দেখা যায় তাদের। কিন্তু অনেক চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তবে সমাজে ভিন্ন ধরনের চিকিৎসকও রয়েছেন যারা সেবা দিয়ে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে।

জান্নাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গলা ব্যথায় ভুগছেন। হাজার টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো তার পক্ষে মুশকিলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন, রাজধানীর হাতিরপুলের সুলভ চিকিৎসা ফাউন্ডেশনের কথা। যেখানে মাত্র ১০০ টাকা ভিজিটে শনি থেকে বুধবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়ে থাকেন। জান্নাতের মত আরো অনেকেই তাই এসেছেন এখানে।

জান্নাত বলেন, এত বড় একজন স্পেশালিষ্ট এরকমভাবে সেবা দিচ্ছে, আমাদের সবারই ভাল। এভাবে সব চিকিৎসক যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমাদের জন্য অনেক ভাল হবে।'

আরো একজন বলেন, আমার এক হাজার টাকা দিতে অনেক কষ্ট হত, তাই এখানে এসেছি।

সুলভ চিকিৎসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন অধ্যাপক মনজুরুল আলম। ঢাকাসহ সারা দেশেই বেশ কয়েকজন ডাক্তার সম্পৃক্ত রয়েছেন এই প্রতিষ্ঠানটির সাথে। আর চিকিৎসকদের সংগঠনের নেতারাও প্রশংসা করলেন এমন উদ্যোগের।

চিকিৎসকদের সংগঠনের নেতা বলেন, আত্ম মানবতার সেবাই এটার মূল উদ্দেশ্য। গাইনি, শিশু এবং চর্মরোগ চিকিৎসকরা এখানে এসে থাকেন। কেউ সপ্তাহে বা মাসেও দেখেন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, একজন করলে তো হবে না। সবাইকেই এগিয়ে আসতে হবে। আমাদের জন সংখ্যা তো ১০-১২ জন না। তাই সবাই এগিয়ে আসে তাহলে ভাল।

অনলাইনেও সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। রয়েছে ফেইস বুক পেইজ ও ইউটিউব চ্যানেল। যার মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা সেবা নিতে পারেন রোগীরা।