বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বেগম জিয়ার প্যারল আবেদন করলে সরকার বিবেচনা করবে: হানিফ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০১ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

প্যারোলে মুক্তি নিয়ে বেগম জিয়ার পক্ষ থেকে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
 

সোমবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি নেতারা তাদের নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিএনপির মূল লক্ষ্য নয়, বিএনপি চায় তার চিকিৎসা বিষয়ে রাজনীতি করতে।

বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হলে সরকার তা বিবেচনা করবে। অন্যথায় আইনি প্রক্রিয়ার মাঝ দিয়ে যেতে হবে। কোনরকম আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা সম্ভব নয়।