মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

দর্শক মাতালেন শাকিব-মিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

রুপালী পর্দা ব্যতীত ধরা ছোঁয়ার বাইরে থাকেন সুপারস্টার শাকিব খান। তারকা ইমেজ বজায় রাখতে খুব বেশি মঞ্চেও পারফর্ম করেন না ‘কিং খান’। বাংলাদেশের অন্য চিত্রতারকাদের থেকে এখানে শাকিব খান একেবারেই আলাদা। এবার শাকিব খান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম একসঙ্গে নেচে দর্শকদের মাতালেন।

বার্জার সুপ্রিম অনুষ্ঠানের শাকিব-মিমের নাচের কোরিওগ্রাফি করেন ঈগলস ডান্স কোম্পানির প্রধান তানজিল আলম। রোববার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ দুই তারকা দর্শকদের মন মাতিয়েছেন। 

 

শাকিব খান বলেন, তানজিল বাংলাদেশের অন্যতম একজন সফল কোরিওগ্রাফার, যার কাজ এবং শ্রমের জন্যই আমি সুন্দর নাচের পারফর্মেন্স দেখাতে পারছি আপনাদের মাঝে। 

অনেকদিন পর মঞ্চে পারফর্ম করলেন ঢাকাই ছবির এ ‘সুপার হিরো’। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, যে মানুষগুলো আমাকে সবসময় ভালোবাসেন এবং রঙিন রঙ দিয়ে যারা আশেপাশে সব কিছু রাঙিয়ে তুলছে তাদের মিলন মেলায় আমার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেছি বলেই সেখানে গিয়েছি। তাদের আথিতেয়তা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।

এ প্রসঙ্গে তানজিল বলেন, তাদের সঙ্গে প্রায় ১০ বছরের পরিচয়ের মাঝে শাকিব খানকে মঞ্চে খুব কম পেয়েছি কিন্তু মিমকে নিয়ে প্রায়ই কাজ করা হয়। এই প্রথমবার শাকিব খান কোনো কর্পোরেট অনুষ্ঠানে অংশ নিলেন যা আমার এবং ঈগলস ড্যান্স কোম্পানির জন্য অনেক বড় একটি প্রাপ্তি। 

রাত সাড়ে আটটা দিকে শাকিব খান রোমাঞ্চ সৃষ্টি করে মঞ্চে আসেন। এরপর তার জনপ্রিয় গানে পারফর্ম করেন। শাকিব যখন মঞ্চে ওঠেন উপস্থিত হাজারও দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। তারপর শাকিবের সঙ্গে মঞ্চে যোগ দেন বিদ্যা সিনহা সাহা মিম। তারা একে একে ‘নম্বর ওয়ান শাকিব খান’, ‘হেইলা দুইলা নাচ’, ‘সম্রাট’, ‘কি জাদু করিলা’ ও ‘দেবো ষোল আনা’ গানে একসঙ্গে পারফর্ম করেন। তাদের সঙ্গ দিয়েছে  ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যরা।

 

শাকিব- মিম ছাড়াও অনুষ্ঠানে তানজিলের কোরিওগ্রাফিতে পারফর্ম করেন এ সময়ের জনপ্রিয় ৪ মডেল কন্যা রুমা, মারিয়া, লিন্ডা এবং মিয়ামসহ আরো অনেকে। বার্জার সুপ্রিম এর মনোমুগ্ধকর অনুষ্ঠানে নাচ ও গান ছাড়াও ফ্যাশন শো কোরিওগ্রাফি করেছেন ইমু হাসমি যেখানে শো স্টপার ছিলেন তারিন জাহান এবং গান গেয়ে দর্শকের মন জয় করেছেন ইমরান মাহমুদুল এবং ঐশী।