বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ৩০ ১৪৩২   ১৯ সফর ১৪৪৭

গ্রাহক তথ্য খোয়া যাওয়ার আশঙ্কা করছে ডেল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৪ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

সাইবার অপরাধীরা গত ৯ নভেম্বর ডেলের নেটওয়ার্ক হ্যাক করার চেষ্টা করেছিল। এ ঘটনায় বেশকিছু গ্রাহকের তথ্য বেহাত হয়ে থাকতে পারে। অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে মার্কিন পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের কম্পিউটার নেটওয়ার্কে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল। সাইবার অপরাধীরা গ্রাহকের নাম, ই-মেইল, ফোন নম্বর এবং পাসওয়ার্ড হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল। তবে নিশ্চিত করে বলা হয়নি সাইবার অপরাধীরা তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে কিনা।

শুরুতে ডেলের পক্ষ থেকে বলা হয়, গ্রাহক তথ্য বেহাত হয়েছে, এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই। তবে পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে প্রতিষ্ঠানটি এবং জানায় সম্ভাব্য ওই হ্যাকিংয়ের ঘটনায় কিছু গ্রাহকের তথ্য বেহাত হয়ে থাকতে পারে।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত করার পর একটি ডিজিটাল ফরেনসিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে ডেল কর্তৃপক্ষ। প্রাথমিক নিরাপত্তার অংশ হিসেবে গ্রাহকদের পাসওয়ার্ড রিসেট করার ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। একই পাসওয়ার্ড একাধিক সাইটে ব্যবহার করে থাকলে সেগুলো পরিবর্তনের পরামর্শ দেয়া হয়েছে।