এশাকে নিয়ে হইচই
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৫ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
'জান্নাত টু' ও 'রাজ থ্রিডি' অভিনেত্রী এশা গুপ্তা। ক'দিন আগে ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে নায়িকা এশা গুপ্তার প্রেমের খবর বিটাউন থেকে ক্রিকেট দুনিয়ায় হইচই পড়ে যায়। এবার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেন বলিউডের আলোচিত এই আবেদনময়ী অভিনেত্রী।
টাইমস নাও জানায়, এশার একটি টপলেস ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টপলেস ছবি শেয়ার করেছেন এশা। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়।
২০১৭ সালে 'কমান্ডো' ছবির সিকুয়াল 'কমান্ডো টু'তে দেখা গেছে। সে ছবিতে তার বিপরীতে ছিলেন বিদ্যুৎ জামাল। এ বছর পরিচালক জ্যোতি প্রকাশ দত্তের 'পল্টন' ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা মেলে এশার।
টপলেস এশা
এরই মাঝে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন এশা। সেই ফটোশুটে সাহসী দৃশ্যে দেখা গেছে এ নায়িকাকে। ফটোশুটে এশাকে দেখা গেছে, নগ্ন হয়ে পোজ দিতে। ছবিগুলো নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই এই সাহসী ফটোশুটের জন্য অভিনন্দন জানাচ্ছেন। আবার অনেকে সমালোচনা করে বলছেন, আলোচনায় আসার জন্য এমনটি করেছেন তিনি।
শোনা যাচ্ছে, হেরা-ফেরি-৩ ছবিতে এশা চুক্তিবদ্ধ হয়েছেন ।
