শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

দেশে পৌঁছেছে ফায়ারম্যান সোহেলের মরদেহ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় গুরুতর আহত হয়ে মারা যাওয়া ফায়ারম্যান সোহেল রানার মরদেহ দেশে পৌঁছেছে। 

সোমবার রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর বিষয়টি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন নিশ্চিত করেছেন।

 

রোববার বাংলাদেশ রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল রানা।

সোহেল রানার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। বাবা নূরুল ইসলাম ও মা হালিমা খাতুন। চার ভাই ও এক বোনের মধ্যে রানা দ্বিতীয়। ২০১৫ সালে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন তিনি।

গেল ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারের আগুন লাগে। ওই নেভাতে ও ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা।