সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি সোহেল রানার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, অন্যের জীবন রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকেপড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন সোহেল রানা। এ সময় তার শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি তখন পিছলে পেড়ে গেলে তার একটি পা ভেঙে যায়।
পরে তাকে দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ এপ্রিল তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানের একটি হাসপাতালে স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন সোহেল রানা।
