শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

বেরোবি’র কর্মচারী ইউনিয়ন-এর কর্মবিরতি স্থগিত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠন কর্মচারী ইউনিয়নের কয়েক দফা দাবি নিয়ে ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

রোববার বিকালে সংগঠনটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলামসহ প্রক্টরিয়ালবডির অন্যান্য সদস্যবৃন্দের সাথে আলোচনা ও দাবি পূরনের আশ্বাসের ভিত্তিতে কর্মচারী ইউনিয়ন তাদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেয়।

কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নুর আলম মিয়া এবং সাধারণ সম্পাদক মো. রশিদুল হকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সংগঠনটির কর্মবিরতি স্থগিত করার বিষয়টি জানানো হয়।