বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সব সম্পদ ট্রাস্টে দান করলেন এরশাদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪০ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হু‌সেইন মুহম্মদ এরশাদ নিজের স্থাবর অস্থাবর সব সম্প‌ত্তি ট্র‌াস্টিভুক্ত কর‌লেন। ‌রোববার রাজধানীর বা‌রিধার‌ার প্রে‌সি‌ডেন্ট পা‌র্কে গুলশান রে‌জি‌স্ট্রি অ‌ফি‌সে রে‌জি‌স্ট্রেশ‌ন কাজ সম্পাদন ক‌রা হয়।

এরশা‌দের স্থাবর অস্থাবর সহায় সম্প‌তির ম‌ধ্যে র‌য়ে‌ছে রংপু‌রের বা‌ড়ি, রংপু‌রের কোল্ড স্টোরেজ, প্রে‌সিডেন্ট পা‌র্কের ফ্ল্যাট, গুলশা‌নের দু‌টি ফ্ল্যাট, প্রায় দশ‌ কো‌টি টাকার ব্যংক এফ‌ডিআরসহ প্রায় ৬০ কোটি টাকার সম্প‌ত্তি।

এরশা‌দের সহায় সম্প‌ত্তি প‌রিচালনার জন্য এরশাদসহ পাঁচজনকে ট্র‌স্টির দা‌য়িত্ব দেওয়া হয়। বাকীরা হ‌লেন, এ‌রিক এরশাদ, মেজর খা‌লেদ আখতার, এরশা‌দের চাচাত ভাই মুকুল ও ব্য‌ক্তিগত স্টাফ জাহা‌ঙ্গীর। এই ট্র‌াস্টি‌তে রাখা হয়‌নি স্ত্রী রওশন এরশাদ, ছোট ভাই জিএম কা‌দের, ছে‌লে সাদ এরশাদসহ ঘ‌নিষ্ট আত্মীয় স্বজন‌দের।‌