শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

নন-এমপিও শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

নন-এমপিও শিক্ষক নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার দুপুর আড়াইটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত থাকবেন। এছাড়া ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভুষণ রায়সহ অন্যান্য শিক্ষক নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন।

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত ২০ মার্চ তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। টানা অবস্থান কর্মসূচির এক পর্যায়ে গত রোববার (২৪ মার্চ) শিক্ষামন্ত্রীর আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার।

এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বা এমপিওভুক্তির সুস্পষ্ট ঘোষণা না পেলে এমপিওর দাবিতে ফের আন্দোলনে নামবেন বলে সে সময় জানিয়েছিলেন তিনি।