লাইফ সাপোর্টে সেই মাদ্রাসা ছাত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১১ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
ফেনীর সোনাগাজী উপজেলায় দগ্ধ মাদ্রাসা শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি ঘটনায় তাকে লাইফ সাপোর্টে নিয়েছেন চিকিৎসকরা।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে মেয়েটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাত থেকে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনতে না পারায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারি অধ্যাপক ডা. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মেয়েটির শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শারীরের অবস্থার আরও অবনতি হয়েছে। ফলে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ভোর থেকে মেয়েটির শ্বাসকষ্ট শুরু হওয়ার পরে ৯ সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
