মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বক্সিং ডে টেস্টে দুশ্চিন্তায় ভারত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৬ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

পৃথ্বী শ' প্রস্তুতি ম্যাচেই ইনজুরি নিয়ে ছিটকে গেছেন। প্রথম টেস্টে দুর্দান্ত খেলা অশ্বিন তলপেটের পেশির চোটে আছেন। দ্বিতীয় টেস্টেই খেলতে পারেননি তিনি। তার বদলি ভাবা হচ্ছে বাঁ-হাতি অফস্পিনার জাদেজাকে। কিন্তু তিনি ইনজুরি নিয়েই অস্ট্রেলিয়া এসেছিলেন। টেস্ট খেলার মতো ফিট এখনও হননি তিনি। ওদিকে ওপেনিংয়ে মুরালি বিজয়ের বাজে ফর্ম নিয়ে চিন্তিত দল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাই দুশ্চিন্তায় কোহলি-শাস্ত্রী।

তৃতীয় টেস্টের অবশ্য বাকি এখনও তিন দিন। ভারত চাচ্ছে দু'দিনের মধ্যে অশ্বিন সুস্থ হয়ে ওঠেন কিনা তা দেখতে। পার্থে চার পেসারে খেলিয়েছিল ভারত। তবে দলে একজন স্পিনার না রাখায় জোর সমালোচনায় পড়ে ভারত। খেলার কথা ছিল জাদেজার। কিন্তু তার ফিট না থাকার তথ্য ফাঁস করেছেন ভারত কোচ শাস্ত্রী।

মেলবোর্নে ভারত দুই স্পিনার খেলাবে না। কিন্তু ইনজুরির কারণে একজনকেও যদি না পায় তবে বিপাকে পড়বে দল। দু'জনের কেউ খেলতে না পারলে 'চায়নাম্যান' কুলদীপ যাদব ঢুকবেন দলে। ওদিকে রোহিত শর্মা দ্বিতীয় টেস্টে ছিলেন ইনজুরিতে। তিনি ফিট হয়ে যাবেন। তবে বিহারি নাকি রোহিত সেই প্রশ্ন উঠছে বেশ ভালো মতো। ভারতের সামনে সুযোগ আছে হার্দিক পান্ডিয়াকে অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলানোর। তবে প্রথশ শ্রেণীর ম্যাচ কম খেলায় তাকে খুব পছন্দ নয় শাস্ত্রীর।

ওদিকে ওপেনার মুরালি বিজয়ের বিকল্প চেয়ে পাঠানো হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। মায়াঙ্ক আগারওয়ালকে উড়িয়ে নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়। পৃথ্বী শ' ইনজুরিতে পড়ায় দলে সুযোগ নেওয়া হয় বিজয়কে। এর আগে তিনি দল থেকে ছিটকে পড়েন। আরেক ওপেনার কেএল রাহুলও নেই সেরা ফর্মে। ভারতের ওপেনিং অনভিজ্ঞতায় আলগা হয়ে গেছে। তারপরও মায়াঙ্ক পেয়ে যেতে পারেন বক্সিং ডে টেস্টে খেলার সুযোগ।