মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

শেখ জামালের বড় জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫১ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের কোনো পরিবর্তন না হলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রবিবার বিকেএসপির বিপক্ষে ৫ উইকেটের বড় জয় পান নাসির-সানিরা।

প্রথমে ব্যাট করে ৪২.১ ওভারে ১৬১ রানে অলআউট হয় বিকেএসপি। বিকেএসপির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক আকবর আলী। এছাড়া আমিনুল ইসলাম ২৯, পারভেজ হোসাইন ইমন ১৮, তানজিম হাসান সাকিব ১৭ রান করেন।

শেখ জামালের পক্ষে তিনটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। নাসির হোসেনও নেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন এনামুল হক ও তাইজুল ইসলাম।

 

জবাব দিতে নেমে শেখ জামাল মাত্র ৩৫.২ ওভার খেলেই লক্ষ্যে পৌঁছে যায়। দলীয় সর্বোচ্চ ৪৩ রান করেন ভারতীয় ক্রিকেটার অনুস্তপ মজুমদার। এছাড়া ইলিয়াস সানী ৩২, নুরুল হাসান সোহান ২২ ও নাসির হোসেন ২০ রান করেন।

বিকেএসপির পক্ষে দুই উইকেট নেন সুমন খান। একটি করে নেন তানজিম হাসান সাকিব, আমিনুল ইসলাম ও আবদুল কাইয়ুম।

১০ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে শেখ জামাল। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হেরে আবাহনী নেমে গেছে টেবিলের দ্বিতীয়তে। শীর্ষে উঠেছে রূপগঞ্জ। তিন ও চার নম্বরে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।