মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সড়ক দুর্ঘটনায় শিশু সন্তানসহ প্রোটিয়া নারী ক্রিকেটারের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক নারী ক্রিকেটার এলরিয়েসা থিউনিসেন ফোরি। একা এলরিয়েসাই নন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার শিশু সন্তানেরও। গত শুক্রবার (৫ এপ্রিল) স্টিফন্টেনে এই দুর্ঘটনাটি ঘটে।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ও একটি আন্তর্জাতিক টি-২০ খেলা এলরিয়েসা ২০১৩ সালে জাতীয় দলের হয়ে শেষবার প্রতিনিধিত্ব করেন। তবে ২০১৬ সালের শেষ পর্যন্ত চুটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি। খেলা ছাড়ার পরে ২৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই নারী ক্রিকেটার কোচিংও করিয়েছেন কমিউনিটি ক্রিকেটে।

২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে কটকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচ খেলা এলরিয়েসা সেবছর দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলেও জায়গা পেয়েছিলেন। এছাড়া ডান হাতি এই অলরাউন্ডার দু’টি ওয়ানডে ম্যাচ খেলেন বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৩ সেপ্টেম্বরে সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিরুদ্ধেই খেলেন কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তার আগে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেন তিনি। যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ম্যাচ৷

 

আগামী ২ মে ২৬ বছরে পা দিতে চলা এলরিয়েসা নর্থ ওয়েস্ট ড্রাগনসের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করতেন। নিজের প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে পর্যন্ত প্রাথমিক স্তরে কোচিং সক্রিয়ভাবে কোচিং করাতেন তিনি।

ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে দুর্ঘটনায় এলরিয়েসা ও তার শিশুসন্তানের মৃত্যুর খবর জানিয়ে বলা হয়, ‘এটা অত্যন্ত ভয়ঙ্কর ও হৃদয় বিদারক ঘটনা। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ। ক্রিকেট সাউথ আফ্রিকা এলরিয়েসার স্বামী ও পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানায়৷’