মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিরিয়ানি খেতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের খাদ্যাভ্যাস নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, খেলোয়াড়দের এখনো বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। তাদেরকে বিরিয়ানি খাওয়ালে পাকিস্তান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারবে না।

 

আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে চলবে বিশ্বকাপ ২০১৯। এতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াসহ ১০টি দেশ অংশ নেবে। 

ওয়াসিম আকরাম পাকিস্তানি খেলোয়াড়দের জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। কারণ তার বিশ্বাস ক্রিকেটারের সার্বিক নৈপুণ্য তার শারিরীক সক্ষমতার ওপর নির্ভর করে।