শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

আগুনে হত্যাচেষ্টার বিচারের আশ্বাস শিক্ষামন্ত্রীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে যারা পুড়িয়ে হত্যাচেষ্টা করেছে তাদের বিচার করা হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

রোববার রাত ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ ওই ছাত্রীকে দেখতে এসে তার পরিবারকে এ আশ্বাস দেন তিনি। ঘটনাটিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন।

 

এ সময় শিক্ষামন্ত্রী নুসরাতের সঙ্গে প্রায় দশ মিনিট সময় কাটান। এরপর আহত হওয়া শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে দিপু মনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মেয়েটির প্রতি বিশেষ যত্ন নেয়ার নির্দেশনা দেন।

হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকদের পুরো ঘটনার ব্রিফ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, এরইমধ্যে অধ্যক্ষ গ্রেফতার হয়েছে। মেয়েটির গায়ে যারা সরাসরি আগুন লাগিয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না। সেই সঙ্গে এমন ঘটনা যেন আর কখনো না ঘটে সেদিকে সরকার সজাগ দৃষ্টি রাখবে।

দিপু মনি বলেন, এমন অমানবিক ঘটনা যে কোনো মানুষের হৃদয়কে নাড়া দেবে। আপাতত ভিকটিমের চিকিৎসা হোক, সে আবার সুন্দর জীবনে ফিরে আসুক এটাই প্রত্যাশা। আমরা সেই চেষ্টাই করছি।

গত শনিবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে একদল দুর্বৃত্ত নুসরাত জাহানের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়।