শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১১ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

দেশের সর্বদক্ষিণ উপকূলীয় সীমান্ত সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন ছিল।

সরকারি নির্দেশে রোববার থেকে এ এলাকায় বিজিবি মোতায়েন থাকবে বলে জানিয়েছে বিজিবি সদর দফতরের  জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

 

টেকনাফ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৯৭ সালের পর কোস্টগার্ডকে সেন্টমার্টিনের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছিল। এখন  সরকারের নির্দেশে আবার বিজিবি মোতায়েন করা হয়েছে। চোরাচালান, মানবপাচার রোধ ও সীমান্ত পাহারায় সেখানে চৌকি স্থাপন করা হবে।

 

টেকনাফের ইউএনও মো. রবিউল হাসান বলেন, বিওপি ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া প্রায় শেষ। সীমান্ত সুরক্ষার জন্য কোস্টগার্ডের পাশাপাশি বিজিবি কাজ করছে। এতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, অপরাধ দমন সহজ হবে।