মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সেরা পাঁচে সাকিব

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে ব্যাট-বল হাতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। এতে তিন সংষ্করণ মিলিয়ে সর্বোচ্চ সিরিজসেরা হওয়ার তালিকায় সেরা পাঁচে ঢুকে গেছেন তিনি।


ক্যারিবীয়দের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ব্যাট হাতে প্রায় ৫২ গড়ে ১০৩ রান করেছেন সাকিব। বল ঘুরিয়ে শিকার করেছেন ৮ উইকেট। সঙ্গত কারণে সিরিজ সেরা হয়েছেন। এ নিয়ে ১১৭ সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে এ পুরস্কার উঠল ১৩বার। তিনি অবস্থান করছেন তালিকার চতুর্থ স্থানে।

এতদিন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজ সেরা হওয়ার তালিকায় এ স্থানে ছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। ১৭৬ সিরিজে সমান ১৩বার সিরিজ সেরা হয়ে চতুর্থ স্থানে ছিলেন তিনি। তবে সিরিজ বেশি খেলায় পঞ্চম স্থানে নেমে গেছেন মাতারা হ্যারিকেন।

সবধরনের ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি সিরিজ সেরা হওয়ার রেকর্ড শচীন টেন্ডুলকারের। ১৮৩ সিরিজে ২০বার সিরিজ সেরা হয়ে তালিকার চূড়ায় ক্রিকেট ঈশ্বর। তার পরেই রয়েছেন বর্তমান ভারতীয় ক্রেজ বিরাট কোহলি। ১০৩ সিরিজে ১৫বার টুর্নামেন্ট সেরা হয়ে দ্বিতীয় স্থানে তিনি। যেভাবে দৌড়াচ্ছেন তাতে এ রেকর্ড শিগগির নিজের করে নেবেন এ স্ট্রোকমেকার।

কোহলির সমান ১৫বার সিরিজ সেরা হয়ে তিনে দক্ষিণ আফ্রিকার লিজেন্ড অলরাউন্ডার জ্যাক ক্যালিস। সিরিজ বেশি খেলায় এ স্থানে তিনি। মোট ১৪৮টি সিরিজ খেলেছেন এ প্রোটিয়া।