ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন সারা!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নামে অন্য কেউ ভুয়া অ্যাকাউন্ট খুললে তার প্রতিকার চাইতে দেখা যায় বিভিন্ন তারকাকে। তবে সেই অ্যাকাউন্ট যদি নিজেই খোলেন কেউ! বিস্ময়করই বটে!
হ্যাঁ; ইনস্টাগ্রামে নিজেই একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান!
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি একথা স্বীকার করেছেন বলে সংবাদ মাধ্যম মিডডের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ইনস্টাগ্রামে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে সারার। তবে তারপরও কেন ভুয়া অ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছেন; তিনি সে ব্যাখাও দিয়েছেন।
সারা জানান, তার এই ভুয়া অ্যাকাউন্ট থেকে তিনি বিভিন্ন অভিনেত্রী, মডেল ও তারকাকে ফলো করেন। নানা ধরনের পোস্টে লাইক-কমেন্টও করে থাকেন।
তিনি বলেন, কে কার পোস্টে লাইক বা কমেন্ট করছে- তার স্কিনশট রেখে দেওয়ার রীতি চলছে এখন। এজন্যই ভুয়া অ্যাকাউন্ট খোলার চিন্তা। এতে আর বিষয়টি যাবে না।
শিগগিরই কেদারনাথ আর সিম্বা নামে দুটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে সারার। এর প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন সাইফ কন্যা।
