শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

মেয়ের অভিনয় দেখে উচ্ছ্বসিত শাহরুখ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৬ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

বাবা বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান। মেয়ে সুহানাও কম যান না। এইতো ক'দিন আগে ভোগের প্রচ্ছদে মডেল হন তিনি। মাঝে মাঝে অভিনয়ও করতে দেখা যায় সুহানাকে। বাবার পথেই যে মেয়ে বিনোদন জগতে প্রবেশ করতে যাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। 

ডেকান ক্রনিকেল জানায়, বর্তমানে শাহরুখ কন্যা সুহানা লন্ডনের আর্ডিংলি কলেজে পড়াশোনা করছেন। সম্প্রতি কলেজের একটি নাটকে 'জুলিয়েটের' ভূমিকায় অভিনয় করেন তিনি।

'জিরো' ছবির প্রমোশনে লন্ডন গিয়েছিলেন শাহরুখ। সেখানে কাজের শত ব্যস্ততার মাঝেই মেয়ের নাটক দেখার জন্য সময় বের করেও নেন তিনি। সেই অনুষ্ঠানে মেয়ের অভিনয়ের প্রশংসা করে ইনস্টাগ্রামে শাহরুখ লিখেছেন, 'আমার জুলিয়েটের সঙ্গে। কী আসাধারণ পারফর্ম্যান্স। গোটা টিমকেই অভিবাদন জানাই।'  

১৯৯১ সালে গৌরি ও শাহরুখের বিয়ে হয়। তাদের দ্বিতীয় সন্তান সুহানা। সুহানাকে মাঝে মধ্যেই বাবা মায়ের সোশ্যাল সাইটে দেখা যায়। ভোগ ম্যাগাজিনের অাগস্ট সংখ্যায় সুহানার অভিষেক ঘটে। এছাড়া গত বছর তাকে ল্যাকমে ফ্যাশন উইকেও দেখা যায়।