মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাথা কামিয়ে ফেললেন এই অভিনেত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

নিজেদের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা অভিনেতা-অভিনেত্রীদের অত্যন্ত পছন্দের। তা সে চরিত্রের প্রয়োজনে হোক কিংবা নিজের ব্যক্তিগত পছন্দের কারণে। তেমনই নিজের লুক নিয়ে অভিনব চমক দিলেন অভিনেত্রী পুশতি শক্তি।

 

 

এই সময় পত্রিকার খবরে বলা হয়, হাম পাঁচ ধারাবাহিকে 'ছোটি'র চরিত্র করেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন পুশতি। আচমকাই নিজের বড় চুল বিসর্জন দিয়ে একেবারে ন্যাড়া হয়ে গিয়েছেন তিনি। কিন্তু কেন? কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের ছবি শেয়ার করে সে কথা অবশ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, 'এপ্রিল, নতুন মাস... নতুন আমি... বাকেট লিস্টে টিক দেওয়া শুরু করলাম! ১, মাথা কামানো।'

 

হ্যাঁ, এমন লুকে তাকে এক মুহূর্ত চিনতে অসুবিধা হলেও, অভিনেত্রীর এমন সাহসকে কুর্নিশ জানাতেই হয়। তার আত্মবিশ্বাসও নজিরবিহীন।