মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রূপচর্চায় বরফ টুকরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

বেশিরভাগ বাসার ফ্রিজেই বরফ টুকরা সংরক্ষিত থাকে। সাধারণত পানি, শরবত বা অন্য কোনও পানীয়র সঙ্গে বরফ টুকরা মিশিয়ে খেতে অনেকে পছন্দ করেন। রূপচর্চার ক্ষেত্রে বরফ টুকরা বেশ উপকারী। যেমন-

 

১. ত্বকের বিবর্ণতা, রোদে পোড়া দাগ বা কালচে ভাব দূর করতে বরফের টুকরা খুবই কার্যকরী।সারা দিনের ক্লান্তি বোধ দূর করতেও এটি সাহায্য করে।প্রতিদিন ঘুমানোর আগে ত্বকে বরফ টুকরা ঘষলে ত্বকের ক্লান্তি ভাব কেটে যাবে।

২. ঘুম কম কিংবা বেশি দুই কারণেই অনেকের চোখের নীচে ফুলে যায়, কালি পড়ে। এই সমস্যাও দূর করতে এক টুকরা বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে চোখের নিচে ফোলা জায়গায় ধরে থাকুন। এতে ফোলা ভাব কমে যাবে।

৩. কোনও কারণে ত্বকে র্যা শ বের হলে আক্রান্ত অংশে এক টুকরা বরফ বা আইস কিউব দিয়ে ভাল করে ঘষে নিন। ত্বকের জ্বালা বা অস্বস্তি বোধ অনেকটাই কমে যাবে।

৪. প্রতিদিন বাইরে থেকে ফিরে ভালো করে মুখ পরিস্কার করে এক টুকরা বরফ হালকা করে ঘষে নিন।এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।