বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ৩০ ১৪৩২   ১৯ সফর ১৪৪৭

১৯৫ গিগাপিক্সেলের ছবি!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২২ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

একটা ছবিকে কতটুকু জুম করা যায়? সাধারণত খুব ভালো ডিএসএলআরে তুললে ১০০ মিটার দূর থেকে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে চীনের ঝিংকুন টেকনোলজি (বিগ পিক্সেল) নামের একটি কোম্পানির উদ্যোগে তোলা এই ছবিটি।

চীনের সাংহাইয়ে অবস্থিত সুউচ্চ ভবন ওরিয়েন্টাল পার্ল টাওয়ার থেকে ছবিটি তোলা। ছবিটি জুম করলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিদের অভিব্যক্তিও বোঝা যায় স্পষ্টভাবেই। এমনকি রাস্তার পাশে গুল্মজাতীয় ছোট ছোট গাছে পাতাও গুণে ফেলা যায় অনায়াসেই। দূরের ভবনে কোন ফ্লাটে কোন ব্র্যান্ডের ফ্রিজ ব্যবহার করা হয়েছে তাও বোঝা যায় সহজেই।

ছবিটির মান যেকেনো ডিএসএলআর ক্যামরায় তোলা ছবির চেয়ে ২ হাজার গুণ বেশি উন্নত। বিশেষ ধরনের ৩৬০ ডিগ্রি প্যানোরমা ছবিটি বিশ্বের তৃতীয় বৃহত্তম। আর এমন বৃহত্তম ছবি হিসেবে এশিয়ায় এটাই প্রথম।

তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, ‘ছবিটি’ বলা হলেও এটা আসলে অনেক ছবির সমন্বয়। উদ্যোক্তারা জানিয়েছে, ছবিটির জন্য প্রথমে একই লোকেশনের অনেকগুলো ছবি তোলা হয়। এরপর কয়েক মাস ধরে ছবিগুলোর সমন্বয় ঘটানো হয়েছে ইমেজ স্টিচিং প্রযুক্তির মাধ্যমে। এরপর তৈরি হয়েছে ১৯৫ গিগাপিক্সেলের ছবিটি।

ছবিতে পিক্সেলের সংখ্যা যত বেশি হবে ছবির শার্পনেসও (স্পষ্টতা) তত বাড়বে। হাই রেজুলেশন অর্থ্যাৎ বেশি পিক্সেলের ছবির বিশেষত্ব হলো এডিটিং সফটওয়্যারে নিয়ে কাঁটা-ছেঁড়া করলে বা জুম করলেও ছবির ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো স্পষ্ট থাকে।