মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

গেইলকে পছন্দের গোপন রহস্য ফাঁস করলেন প্রীতি জিনতা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানালেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা। ভারতের কোনো খেলোয়াড় নয়, বলিউড অভিনেত্রীর পছন্দের ক্রিকেটার ক্যারিবীয়ান তারকা ও পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইল। গতকাল শুক্রবার বিভিন্ন বিষয়ে কথা বলেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি। তখনই একথাটি জানান তিনি। একই সঙ্গে এদিন দলের তারকা ওপেনার লোকেশ রাহুলের বিরুদ্ধে উঠা সমালোচনার বিরুদ্ধেও ঢাল হয়ে দাঁড়ান নায়িকা।

প্রীতি জিনতা বলেন, ‘‘আমার সবচেয়ে পছন্দের ক্রিস গেইল। যেভাবে ও চলে, যেভাবে খেলে, দলের তরুণদের সঙ্গে যে ভাবে মেশে,  ও (গেইল) সত্যিকারের একজন সুপারস্টার। ভীষণ বিনয়ী। সময় মেনে চলে। একই সঙ্গে মজার মানুষও।’’ 

রাহুলের বিষয়ে নায়িকা বলেন, ‘‘রাহুলকে আইপিএলে ছন্দে ফিরতে দেখে দারুণ লাগছে। মানুষ হিসেবেও রাহুল ভীষণ ভাল। অতীতে যা হয়েছে সেটা খারাপ লেগেছে আমার। ও (রাহুল) মেয়েদের খুব সম্মান করে। তাই জানি না কীভাবে এ সব ঘটে গেল। তবে মানুষ তো এভাবেই শিক্ষা নেয়।’’ ’

 

পাশাপাশি তিনি বলেন তাঁর দলের লক্ষ্য এখন আইপিএল ট্রফি জয়। ‘‘আমি ট্রফিটা জিততে চাই। বিশেষ করে আমাদের পাঞ্জাবের সমর্থকদের জন্য। যেখানকার মানুষদের মন খুব বড়। আমাদের সমর্থকদের এটা পাওনা। আশা করি এবার আমরা ট্রফিটা জিতব।’’