মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনলেন অভিনেত্রী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৭ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

শ্রীনন্দা শংকর। শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে সুমন পরিচালিত ‘বসু পরিবার’ নামের একটি সিনেমা। আর এ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির পরেই সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বললেন অভিনেত্রী। 

 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শ্রীনন্দা শংকরকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমি বিষয়টা পরিষ্কার করে বলতে চাই, আমরা মুম্বইতে সুখে সংসার করছি। এবার আমাদের বিয়ের দশ বছর হবে।

এসময় অভিনেত্রী আরো বলেন, ‘বসু পরিবার’ এর প্রিমিয়ারে আমার স্বামী আসবেন। আমার স্বামী কিছুতেই ওর ছবি দিতে দেয় না। সব কিছু পাবলিক করার দরকার কী? তবে এ বার সকলের সঙ্গে আলাপ করিয়ে দেব। আশা করি এই ধারণাটা বদলাবে।

শ্রীনন্দা শংকর বসু পরিবার ছবিটি নিয়ে বলেন, আমি সত্যি লাকি। অনেকদিন আগে আমার মায়ের (তনুশ্রীশংকর) সঙ্গে সুমন একটা পার্টিতে আমায় ডেকেছিল। সে দিন থেকেই আমাকে কাস্ট করার কথা ও মাথায় রেখেছিল। আমি এ ছবিতে যিশুর বউ।

এই ছবিতে কাজ করা মানে বাংলা অভিনয়ের ইতিহাসের সঙ্গে থাকা। চমৎকার টুইস্ট আছে। দর্শকরা সেটা এনজয় করবেন। শুটিং-এর সময়টা একটা পিকনিকের মতো ছিল। অতো বড় বড় সব অভিনেতা, আমি বেশ নার্ভাস ছিলাম। তবে কেউ বুঝতে দেয়নি আমায় আমি নতুন।