মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

২০ বছর পর!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৬ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

আবারো অমিতাভ বচ্চন ও রম্যা কৃষ্ণনকে একসঙ্গে দেখা যাবে। ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে তাদের দেখা গিয়েছিলো ২০ বছর আগে। এবার তামিল ছবি ‘ইয়ারনথা মানিথান’ ছবিতে জুটি বাঁধছেন বিগ-বি ও রম্যা। ছবিটি হিন্দিতেও শুট করা হবে।

ছবির পরিচালক তামিলভানান বলেন, দর্শক রম্যা ম্যাম ও অমিত জি-কে খুব ইন্টারেস্টিং দুটি চরিত্রে পর্দায় দেখতে পাবেন। এরকম দুজন কিংবদন্তী শিল্পীর সঙ্গে কাজ করা খুবই চ্যালেঞ্জিং একটি অভিজ্ঞতা! এই মুহূর্তে মুম্বাইয়ে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট চলছে!

 

এদিকে, ছবির নায়ক এসজে সূর্য অমিতাভের নতুন লুক টুইটারে শেয়ার করেছেন! এর ক্যাপশনে তিনি লিখেছেন, আমার জীবনের সব থেকে খুশির এবং বিশেষ একটি মুহূর্ত। ঈশ্বর, মা-বাবাকে ধন্যবাদ। আমার স্বপ্ন পূরণ হল! এই মাসের শুরুতে ছবির শুটিং শুরু হয়েছে।