শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

সকাল থেকে ঝরছে বারি ধারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৪ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

আজ সকাল ৮টা থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে অফিসগামীরা কিছুটা বিপাকে পড়েন। অনেককে ভিজে ভিজে অফিসে যেতে দেখা গেছে। অনেকে আবার ছাতা নিয়ে যাত্রা শুরু করেন।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল, ঢাকা, খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

 

এ ছাড়া সারাদেশে দিনের তামপাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে গাঙ্গেও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।