শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

আজ হাসপাতালের ছাড়পত্র পেতে পারেন কাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আজ শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ছাড়পত্র দেয়া হতে পারে। 

বাইপাস সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেয়া হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান। তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে মাউন্ট এলিজাবেথের পাশে একটি বাসা ভাড়া নেয়া হবে। সেখান থেকেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসা পরবর্তী সুশ্রুষা চলবে। 

সিঙ্গাপুরে গত ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। 

এর আগে, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর গত ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে।