বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাস্তায় ছদ্মবেশে কেনাকাটা করে কী `চ্যালেঞ্জ` জিতলেন হেইডেন?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

ভারতের চেন্নাইয়ের রাস্তায় দরদাম করে ঘড়ি কিনছেন ম্যাথু হেইডেন। চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০৮–১০ পর্যন্ত আইপিএল খেলেছেন। যার সুবাদে তার প্রচুর ভক্ত। এখন আইপিএলের ধারাভাষ্যকার। 

 

ইনস্টাগ্রামে হেইডেন একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে লুঙ্গি পরে, নকল দাঁড়ি লাগিয়ে, মাথায় টুপি পরে চেন্নাইয়ের টি নগরের রাস্তায় কেনাকাটা করছেন তিনি। রীতিমতো দরদাম করে ২০০ টাকার ঘড়ি কিনছেন ১৮০ টাকায়।‌ ক্যাপশনে হেডেন লিখেছেন, ‘‌টি নগরের মলে কেনাকাটা করছি।’‌  

কিছুক্ষণ পরেই রহস্য ভেদ করেছেন হেইডেন। তিনি জানান, শেন ওয়ার্নের সঙ্গে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। ১০০০ টাকার মধ্যে একাধিক জিনিস কিনবেন। হেইডেনের কথায়, ‘‌ওয়ার্ন আমায় চ্যালেঞ্জ করেছিল। ১০০০ টাকার মধ্যে একাধিক জিনিস কেনার। তাই ছদ্মবেশ ধারণ করে বাজারে চলে গিয়েছিলাম। সেখান থেকে লুঙ্গি, জামা ছাড়াও ঘড়ি কিনেছি।’‌ 

 

এক স্থানীয় যুবক গোটা বিষয়টি জানতেন। তিনি হেডেনকে নিয়ে বাজারে আসেন। সেই যুবকটিকে হেডেন ১০০ টাকাও দিয়েছেন। হেইডেনের কথায়, ‘‌ছেলেটাকে ১০০ টাকা দিয়েছি। গর্বের সঙ্গে বলতে পারি চ্যালেঞ্জটা আমি জিতে গেছি।’‌