বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাতে দিল্লির বিপক্ষে মাঠে নামছেন সাকিব!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

আইপিএলে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ তিন ম্যাচে জয় পেয়েছে দু’টিতে। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সানরাইজার্স। এদিকে তিন ম্যাচে মাত্র একটিতে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। 

 

২০১৮ আইপিএলে একটি ম্যাচেও সাইডবেঞ্চে বসে থাকতে হয়নি বাংলাদেশে এ অলরাউন্ডারকে। অথচ সাকিবকে নিজেদের দ্বিতীয় ম্যাচেই একাদশের বাইরে চলে যেতে হয়।  

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোতে এক পাঠক বাঁহাতি অলরাউন্ডারের বাদ পড়া নিয়ে মন্তব্য করেছেন, ‘সাকিবের বাদ পড়া দেখে অবাকই হয়েছি। ভেবেছিলাম, তারা বেয়ারস্টোকে সাইডবেঞ্চে রাখবে।’

 

সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। ৪২ রানে ১ উইকেট। এরপরই দল থেকে ছিটকে যান। দ্বিতীয় ম্যাচে সাকিবকে বসে থাকতে হয় সাকিবকে। তৃতীয় ম্যাচে অবশ্য নিউজিল্যান্ড অধিনায়ককেও বসে থাকতে হয়। তার জায়গায় দলে নেয়া হয় মোহাম্মদ নবিকে। ওই ম্যাচে ১১ রানে ৪ উইকেট নেন আফগান তারকা।

হায়দরাবাদ স্কোয়াডে আছেন আট বিদেশি ক্রিকেটার। এই আট ক্রিকেটারের চারজন সুযোগ পাবেন একাদশে। ম্যাচ খেলতে সাকিবকে তাই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই যেতে হচ্ছে।

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ডেভিড ওয়ার্নার। স্পিন অলরাউন্ডার ও আইসিসির বিশ্বসেরা অলরাউন্ডার রশিদ খানও আছেন অবিশ্বাস্য ফর্মে। নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন খেললে জনি বেয়ারস্টো কিংবা সাকিব দু’জনের একজনকে বাদ পড়তে হবে। কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি করে নিজের জায়গায় একরকম পাকাই করে রেখেছেন ইংলিশ উইকেটকিপার। 

এদিকে প্রথম সুযোগ পেয়ে নবিও যা পারফর্ম দেখিয়েছেন তাতে সাকিব তো বটেই একাদশে ফেরা কঠিন হবে উইলিয়ামসনেরও। 

এদিকে আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে বাংলাদেশের দর্শকেরা সাকিবের খেলা দেখার অপেক্ষায় থাকলেও হায়দরাবাদ কর্তৃপক্ষ সমান পয়েন্ট থাকা দিল্লির বিপক্ষে তাকে মাঠে নামাবে কিনা এটাই এখন দেখার বিষয়।