দুর্দান্ত জয়ে ফরাসি কাপের ফাইনালে পিএসজি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩০ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

নঁতের বিপক্ষে বড় ব্যবধানে জয়ে ফরাসি কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। বুধবার রাতে নিজেদের মাঠে দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতে তারা। আবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মঙ্গলবার রেনের মুখোমুখি হবে টমাস টুখেলের দল।
ম্যাচের ২৯তম মিনিটে এমবাপের ছোট পাস ধরে ভেরাত্তির নেওয়া দূরপাল্লার শটে এগিয়ে যায় পিএসপি। ৬১তম মিনিটে চিয়াগো সিলভার হেড প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে লাগলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে স্পট কিকের নির্দেশ দেন রেফারি। কিন্তু এমবাপের শট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি গোলরক্ষক। ৭২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় নঁত। সিলভাকে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মালির ফরোয়ার্ড কুলিবালি।
পেনাল্টি থেকেই ৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডি-বক্সের মধ্যে আলভেসকে কার্লোস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নঁতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলভেস। এতে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।