বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫   কার্তিক ২৯ ১৪৩২   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাতাল হয়ে গাড়ি চালানোয় শ্রীলঙ্কান টেস্ট অধিনায়কের জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে জরিমানা গুনতে হচ্ছে শ্রীলঙ্কান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে। এই অপরাধের জন্য তাকে সাড়ে ৭ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

এছাড়াও অখেলোয়াড় সুলভ আচরণের জন্য এক টেস্ট সমপরিমান অর্থ ম্যাচ ফি হিসেবে কেটে নিয়েছে বোর্ড।

 

গত রবিবার রাজধানীর কলম্বোতে করুনারত্নে মাতাল হয়ে গাড়ি চালানোর সময় এক অটোরিক্সা চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

 

পরে এ ঘটনায় তিনি গ্রেফতাার হন এবং জামিনে ছাড়াও পান। কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে শ্রীলঙ্কান পুলিশ

এরপর দিমুথ করুনারত্নে তার অফিসিয়াল ফেসবুক পেইজে এ দুর্ঘটনার জন্য ক্ষমা চান। ভবিষ্যতে যেন কোনও খেলোয়াড় এ ধরনের ঘটনা না ঘটায় তাই তার সাজা হিসেবে এই অর্থদণ্ড করল এসএলসি।