আজ বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২২ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।
প্রতিযোগিতায় বালক ক্যাটাগরিতে নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা বিদ্যালয়ের প্রতিপক্ষ সিলেটের হরিপুর প্রাথমিক বিদ্যালয়।
আর বালিকা ক্যাটাগরিতে ময়মনসিংহের পাঁচরুখী বিদ্যালয় লড়বে লালমনিরহাটের টেপুরগাড়ি বিদ্যালয়ের বিপক্ষে।
টুর্নামেন্টে ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
এদিকে এই আসরের সেরা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বাংলাদেশ তো বটেই অংশগ্রহণকারীর দিক থেকে বিশ্বের অন্যতম বড় ফুটলবীয় লড়াই। বালক ও বালিকা দুই ক্যাটাগরিতে' অংকের হিসেবে যে সংখ্যাটা এবার ছিলো ২২ লক্ষ ৩৫ হাজার ৪১৪ জন।
প্রায় ১ বছরব্যাপী ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ আর জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট দুটির ফাইনাল।
টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনাল হবে শুরু দুপুর ১টা ১৫ মিনিটে। আর বালিকাদের ফাইনাল বিকাল ৩টা ১০ মিনিটে।