আইপিএলে মূল লক্ষ্যের কথা জানালেন সাকিব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৯ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

আইপিএলের ১২তম আসরে হার দিয়ে শুরু হলেও পরে দুই ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের পরবর্তী ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার। প্রতিপক্ষ দিল্লি। এই ম্যাচেও গত ম্যাচের পারফর্ম্যান্স ধরে রাখাই এখন মূল লক্ষ্য তাদের।
গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১১৮ রানের বিশাল জয় পায় হায়দরাবাদ। পরবর্তী ম্যাচ খেলতে গতকাল মঙ্গলবার দিল্লির উদ্দেশে রওনা দেন সাকিবরা। এর আগে এক ভিডিওবার্তায় সাকিব আল হাসান জানান, শেষ ম্যাচে বড় জয়ে দলের সবাই দারুণ আত্মবিশ্বাসী।
প্রথম ম্যাচে দলে থাকলেও পরের দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি সাকিবের। তবে সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই বাংলাদেশি তারকার। তিনি বলেন, আইপিএলে তাদের দল দারুণ করছে। আমরা ভালো অবস্থানে আছি। ছেলেরা আত্মবিশ্বাসী। শেষ দুটি ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছি। আশা করছি, দিল্লির বিপক্ষে এ পারফর্ম্যান্স ধরে রাখতে পারব।