মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বৈশাখের পোশাকে র‍্যাম্পে জয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩০ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ। তাই সাজ নিয়ে সাজসাজ রব। তার আগেই বৈশাখের সাজে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের শীর্ষস্থানীয় অভিজাত ফ্যাশন হাউস প্রেমস কালেকশনস সম্প্রতি তাদের গুলশানে এক ফ্যাশন শোর আয়োজন করে। যেখানে দেশের শীর্ষস্থানীয় মডেলদের মাধ্যমে ফ্যাশন হাউজটি তুলে ধরে তাদের বৈশাখী কালেকশন। আর এতে শাড়ি পড়ে হাজির হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া।

 

অনুষ্ঠানে প্রেমস কালেকশনের ডিরেক্টর এবং প্রধান ডিজাইনার প্রেম বম্বানি শুভেচ্ছা বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বৈশাখ উপলক্ষে ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল সর্বোচ্চ ৫০% ছাড়ের ঘোষণা দেন। প্রেমস কালেকশনের সব আউটলেটে এই ছাড় বহাল থাকবে।