মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্টার সিনেপ্লেক্সে সুপারহিরো ‘শাজাম’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১১ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

‘অ্যাকুয়াম্যান’-এর পর ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের পরবর্তী যে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে তা-ও সম্পূর্ণ অপরিচিত এক সুপারহিরোকে নিয়ে।

 


খুব বেশি মানুষ এই সুপারহিরো সম্পর্কে জানেন না। এই সুপারহিরোর নাম ‘শাজাম’। অ্যাকুয়াম্যানের বক্স অফিস কাঁপানো সাফল্যের পর দর্শক ‘শাজাম’ নিয়েও বেশ আগ্রহী। আগামী ৫ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ডেভিড এফ. স্যান্ডবার্গ পরিচালিত ছবিটি।
এরইমধ্যে অভিনেতা জ্যাকারি লেভি প্রকাশিত ট্রেলার ও টিজারের মাধ্যমে অনেকের মন জয় করেছে।
বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স নিশ্চিত করেছে, ৫ এপ্রিল আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই ছবিটি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও।
১২ বছরের এতিম ছেলে বিলি ব্যাটসন। ছোটবেলায় সে বিভিন্ন প্রতিপালক বাবা-মায়ের কাছে বড় হতে থাকে। কিন্তু বেশিরভাগ পরিবারেই সে বেশিদিন টিকতে পারে না। অনেকগুলো পরিবারে ঘোরাঘুরি করার পর অবশেষে একটি পরিবারে এসে থিতু হয়। একদিন ঘটনাক্রমে সে একটি সাবওয়ে ট্রেনের সামনে হাজির হয়। এই ট্রেন তাকে এক পরাবাস্তব জাদুকরী জগতে নিয়ে যায়। এই জগতের নাম রক অব এটারনিটি। এখানে তার দেখা হয় উইজার্ড শাজামের সাথে।
বিলি ব্যাটসনের অন্তরের কোমলতা ও অত্যাচারীদের প্রতিহত করার প্রবল ইচ্ছা জাদুকরকে মুগ্ধ করে। সে তাকে নিজের শক্তি দান করে এবং বলে যে, ‘শাজাম’ শব্দটি উচ্চারণ করলে সে এক অসাধারণ কিছুতে পরিণত হবে। সামান্য এক বালক যখন ছয় ফুটের বেশি উচ্চতার এক বিশালদেহী মানুষের শরীরে আটকা পড়ে যায়, তখন ব্যাপারটি আসলেই কৌতূহল সৃষ্টি করে।